বৃ‌ষ্টি, কষ্ট, প্রেম ভালবাসা,
আঘাত, বো‌ধের উদয়,
হাল হ‌তিকত, বি‌রহ, রূপক,
একটা ভগ্ন হৃদয়...
আস্থার সা‌থে দেশ‌প্রেম আর
প্রকৃ‌তির যতো রঙ্গ,
কী‌র্তি, কী‌র্তিমা‌নের সা‌থে
স্বপ্ন, স্বপ্নভঙ্গ...


শিল্প, সত্তা, কৃ‌ষ্টি, চেতনা,
বেলা অ‌বেলার না বলা বেদনা।


ধ্বংস, সৃ‌ষ্টি, ধর্ম, ভাবনা,
সভ্যতা আর স‌ুপ্ত কামনা।


দ্রোহ, বি‌দ্রোহ , ক্ষোভ আর গা‌লি
পরকীয়া প্রেম, ফুল আর মালী।


অন্ধকার আর আ‌লোর দ্যু‌তি,
হরেক রকম অনুভূ‌তি।


তিন পদ কাল, সংস্কৃ‌তি,
সমাজ, জীবন , রীতি- নী‌তি।


পাগ‌লের এ‌তো পাগলা‌মি কেউ
সই‌বে না, ব‌লো কে সয় ?
একটা কিছু হ‌তেও পা‌রে
কবির লেখার বিষয়।