রাত্রি "নয়টা-বারোটা" বাসায়
তখন চক্ষুশূল
কতদিন কোন প্রেক্ষাগৃহে
দেখিনা 'হাউস ফুল'।
পটকা-আতশে শবে বরাতের
রাতটাকে কত ভরেছি!
কটকটি খেতে নিজের বাসায়
অনেক ডাকাতি করেছি।
টিলো-এক্সপ্রেসে চোর হয়ে আমি
লুকানো বন্ধু খুঁজেছি,
প্রেম মানে শুধু পবিত্র প্রেম,
সেকালে সেটাই বুঝেছি।
সাদা-কালো এক দুনিয়াতে আমি
সবগুলো রঙ পেয়েছি,
তৃষ্ণার অভাবে আজ মারা যাই,
আমি কি এসব চেয়েছি?