আটখানা হয় আহ্লা‌দে, জে‌গে,
ঘু‌মে ঘুমে পুরা কাদা,
সাত খুন মাফ হ‌য়ে‌ছে, চামড়া,
যখন তোমার সাদা।
ষড়ঋতু নি‌য়ে আ‌মিও গ‌র্বে,
বৈ‌চিত্র্য‌কে বে‌চি,
প‌ঞ্চে‌ন্দ্রিয় সিগন্যাল দেয়,
বু‌ঝিনা, আবার বু‌ঝি।
লা‌ঠির বা‌ড়িটা লোক দেখা‌নিয়া,
সুঁই ফু‌টি‌য়ে‌ছে আগে,
‌চৌরাস্তায় ‌ত্রি‌কোণ‌মি‌তিকে,
ভীষণ অ‌চেনা লা‌গে।
দুই এর নামতা একাকী পড়‌ছি,
বু‌ঝে নিও, যেটা বো‌ঝো না,
দোকলা ছিলাম, একলা হ‌য়ে‌ছি,
আমা‌কে এখন খুঁ‌জো না।