লুঙ্গির গিটে আরামের ঢিল্
ভর্তা না দিলে কচি হাতে কিল্
তুমুল তর্ক,মান-অভিমান
সন্ধির রূপে এক খিলি পান,
অনেক স্বপ্নে ঘেরা
খালিমুখে কেউ ছাড়তে চায়না
একসাথে থাকে,ছুটানো যায়না
বাঘের দেশের বাঘ-বাঙালি
ক্ষণে চুপ,ক্ষনে বর্ষে তালি,
সকল দেশের সেরা।
মলিন হয়না মুখের হাসি
জাতিগতভাবে রসনা-বিলাসী
কিসিঞ্জারের তত্ত্ব রয়না
জঙ্গীর ভূত হজম হয়না,
রূপের নেইকো শেষ
রক্তের ঋণে সব অর্জন
বারো মাস জুড়ে তেরো পার্বণ
কালকের কথা আজকে জানি
স্বর্গের চেয়েও সুন্দর মানি,
এটাই বাংলাদেশ।