দুপু‌রে কোথায় যাও, ফে‌রো দুপু‌রের পর,
আ‌মিও জান‌তে চাই কোন্ টা তোমার ঘর।
রাখ্ ঢাক্ গুড় গু‌ড়ে কথা খু‌লে বলো না,  
বায়ান্ন তাস খু‌লে শুধু পাই ছলনা।
‌গো‌ত্রের, ব‌র্ণের সন্ধান চাই‌নি
কোথাকার বা‌সিনী, দেবী না‌কি ডাইনী।
আশ্বাস-বিশ্বাস সব সব খেল্ না,
‌মিছ‌্ রির ছু‌রি ব‌লে আ‌মি কত ফ্যাল্ না।
চাল আর চা‌লা‌কি সব এক স‌ূ‌ত্রের
সন্ধান পাই তার জাত কূল গোত্রের।
সব শেষ, লাভ নাই, আ‌মিও বিদায় চা‌ই,
ভাঙ্গার ল‌গ্নের শেষ পালা দে‌খে যাই।