ছে‌লেটা মে‌য়েটা ক‌রে‌ছিল প্রেম,
সব্বাই তাই ভি‌লেন,
পঞ্চা‌য়ে‌তের দশমাথা মি‌লে
একটা বি‌হিত দি‌লেন ...


ঐ পথ হি‌রো মাড়া‌বে না, দেবে
এক জন‌মের আ‌ড়ি,
সপাং সপাং পিঠ পশ্চা‌তে,
পড়‌লো লা‌ঠির বা‌ড়ি।


আ‌মিও দে‌খে‌ছি, শু‌নে‌ছি, পে‌য়ে‌ছি,
খে‌য়ে‌ছি, যা খে‌তে হয়,
লা‌ঠির জন্য লা‌ঠি নয়, লাগে
একটু লা‌ঠির ভয়।


লা‌ঠি লা‌ঠিয়াল, জয় জয়াকার,
লা‌ঠির ভ‌য়ের জন্য,
মা‌নে নাই তারা ; ভাঙ্গ‌লে ভুলটা,
তালাশ তন্ন তন্ন।

লা‌ঠি কেন, গোটা এটম বোমাও
হ‌য়ে যায় শা‌পে বর,
ভয় জয় করা ছে‌লেটা মেয়েটা
বাঁধ‌বে নতুন ঘর।