এক জগতের
বান্দা হলেও
তেমন দেখা হয়না   
দূরে বসে
তুচ্ছ করে
আমায় তাদের সয়না।       
নিজের সাথেই
নিজের খেলা
আমায় তারা নেয়না
পারলে আমায়
বের করে দেয়
খেলার সুযোগ দেয়না।
সিংহরূপী
পালের গোদার
এখন সন্ধ্যা বেলা
বিশ্বকাপে
পড়বি তো পড়্
আমার সাথে খেলা!
বাদ-বাকী আজ
সব ইতিহাস
এই পৃথিবী মানে
বাঘে ছুঁলে
আঠারো ঘা
সিংহ এখন জানে।