শুনলাম কিছু
সারা‌নো হ‌চ্ছে,
আ‌মিও কিছুটা সারাই,
প‌রে বুঝলাম
দুই দিক দি‌য়ে
একটা প‌থেই হারাই।
ঠিক নয়, জা‌নি
একা একা ভা‌বো
এ কেমন অব‌হেলা !
হয় তু‌মি ঘুম,
নয় আ‌মি ঘুম,
ঘু‌মে ঘু‌মে কা‌টে বেলা।