কাঠফাটা রোদ, মা‌টি চৌ‌চির,
এক ফোঁটা পা‌নি নাই,
বাঙা‌লি ব‌লেই কারবালা মা‌ঠে
যে‌তে হয়, আ‌মি যাই।
পা‌নি দে‌বে ব‌লে কত শত কথা
তখ‌নো, এখ‌নো শু‌নি,
পা‌নি দেয় নাই, দে‌বে না বুঝেই
দিনজু‌ড়ে তারা গু‌নি।
বাঙা‌লি ব‌লেই পোড়ামা‌টি নী‌তি
ভাষার, মা‌টির যুদ্ধ,
বাঙা‌লি ব‌লেই পা‌নি ছাড়া হই
রো‌দে তা‌পে পু‌ড়ে শুদ্ধ।
যার যা আ‌ছে, ওটার দাপটে
জন্ম থে‌কে জ্বল‌ছি,
কেরানীর খাতা বল‌বে তোমায়
সব ভে‌ঙ্গে চু‌রে চল‌ছি।
আকথা কুকথা কত‌কিছু কয়,
মা‌রি মন চায়, মা‌রি‌নি,
পঁ‌চি‌শের রা‌তে পঁ‌চিশ নি‌য়ে
কিচ্ছু লিখ‌তে পা‌রি‌নি।