পা‌নি ঢালা দুধ,
চাই‌নিজ ডিম,
মন রাখা‌নিয়া গল্প,
‌ভেজা‌লের সা‌থে
সত্য-‌মিথ্যা,
‌কোথাও বেশী বা অল্প।
ধারণার ভি‌তে
‌বিশ্বাস য‌দি
ঘর-সংসার বাঁ‌ধে,
‌তিন মাত্রা বা
পলকা হাওয়ায়
পা‌খি বো‌ঝে, তারা ফাঁ‌দে।
একটার সা‌থে
একটা ফ্রি হ‌লে
‌তোমার জন্য কোন্ টা?
ধারণায় নয়,
‌বিশ্বা‌সে গে‌ড়ো,
আমার পু‌রো মন্ টা।