কা‌র্পেট দি‌য়ে ঢে‌কে ঢু‌কে রা‌খি,
প্রসাধ‌নে ও‌ঠে পর্দা তার,
হার‌পিক ঢে‌লে উজ্জ্বল ক‌রি,
আ‌লো‌তে তাড়াই অন্ধকার।
রজ‌কিনী দ্যা‌খো কাপড় কাঁ‌চে,
জুতাও তো হয় আ‌বিস্কার,
ল‌ন্ড্রি‌তে যায় নোংরা টাকা,
‌হোয়াইট কলার প‌রিস্কার।  
একটা লুকাই, একটা দেখাই,
চল‌ছে, চল‌বে এ কালচার,
ময়লা আ‌ছে, থাক‌বে, ছি‌লো
‌যেমন আ‌ছে শুদ্ধাচার‌।