রাজা-জমিদার
এখন আর নাই
শুধুই অমাবশ্যা
অহং-এর কিছু
অভ্যাস আছে
আছে পেটভরা গোস্‌সা।
বখা নাতি-পুতি
করে রাজনীতি
উত্তাপ তার কম্বল
ভিজিটিং কার্ডে
পোস্ট-পজিশন
ওটাই এখন সম্বল।