ব্রক্ষতালুর
অ‌গ্নি-‌গি‌রি
আমায় দেখ‌লে জা‌গে,
‌চেহারার না‌কি
কপা‌লের দো‌ষে
‌দেখামাত্রই রা‌গে।
চুপচাপ শু‌নি
যা কিছু শোনার,
তর্ক ক‌রিনা মো‌টেও,
‌দেখবার সাধ
শেষটাও, গা‌য়ে
মা‌খিনা হাজার চো‌টেও।
অন্তরভরা
অগ‌ণিত ক্ষোভ
দাউ দাউ ক‌রে জ্বল‌ছে,
সেইসব জ্বালা
‌হোল-‌সেল রে‌টে
‌বিতরণ ক‌রে চল‌ছে।
মস‌জিদ-ভাঙ্গা
বুল‌ডোজা‌রের
‌কিছুই নাড়া‌বে না,
‌ভে‌ঙে যাওয়া মন
‌শেখায় আমা‌রে
ওপথ মাড়া‌বে না।