বাঙলার শীতে,শীতের কষ্ট,
শীতের আরাম পাও না?
কষ্ট তাড়াতে নিশ্চয়ই তুমি
আরাম ছাড়তে চাও না!
মাইনাস নয়,চৌদ্দ-পনেরো,
তাতেই আহা-উহু,
লেপ-তোষক আর গরম চা-এর
আসর মুহুর্মুহু।
ভাপার ভেতরে খেজুরের গুড়ে
স্বর্গের সুখ পাওনি?
শীত-শীত ভাব যেয়েও যাবেনা,
এমনটাকি চাওনি?