চিল‌তে ইচ্ছা দাবানল দেয়, শেষটায়
ছাই মা‌খি,
আগাছা আদ‌লে ডালপালা কে‌টে,
বনসাই ক‌রে রা‌খি।
বল‌বো না ব‌লি ইচ্ছা‌পুর‌কে,
বে‌ঘো‌রে ইচ্ছা ম‌রে,
‌তোর সা‌থে কথা বল‌লেই কথা,
বল‌তে ইচ্ছা ক‌রে।