চুপ থা‌কি আ‌মি শুন‌তে চাই না
কা‌কের কলরব,
‌চে‌য়ে‌ছি‌লো তারা পঁচাত্ত‌রেই
‌শেষ হ‌য়ে যাক্ সব।
জা‌তির পিতা‌কে কেন মারা হ‌লো
ভাবনা ছোটাই যখন,
আছি আ‌ছি নাই অ‌থৈ গভী‌রে
হঠাৎ হারাই কখন !
শয়তান হ‌য়ে প্রেতাত্মারা
এখ‌নো র‌য়ে‌ছে ঘি‌রে
বেহুদা গা‌লির তুব‌ড়ি ছো‌টে না,
শকুন হ‌চ্ছি ধী‌রে।
এইটুকু বু‌ঝি দ্বৈরথ হ‌বে
লম্বা সময় ধ‌রে,
আমরাও আ‌ছি, তারাও আ‌ছে
বাই‌রে আবার ঘ‌রে।