এত শত প্রাণের মুর্ছা দেখে
খোদার মজলিশ কাঁপল না,
খোদা নাকি তখন তার তখত
বাঁচাতে দেওয়ানা!
করছে ব্যবসায়ীরা এ পরোয়ানা,
মানুষ মরেছে,
স্বামী মরেছে,স্ত্রী মরেছে,অনাগত শিশু মরেছে,
তাতে কিছু যায় আসে না-নেই কোনো পরওয়া,
খোদা বলেছে শহীদ তারা,
আগুনে লীণ হয়েছে,
ভস্ম তাদের বেহেস্তে পাঠাব,
স্ত্রীর জন্য কেন মরেছ?
একটি নয় দুটি নয় সত্তরটি স্ত্রীর তৈফিক দেব,
একজন নয় দুজন নয় চোদ্দ প্রজন্মের শিশু
তাদের থেকে গড়ে নিও!
ঘর পুড়েছে বাড়ি পুড়েছে,পুড়েছে দোকানপাট,
রিযিক দেনেওয়ালার ঘর পুড়ে নাই,
বলো মারহাবা ইয়া আল্লাহ সোবহান!
আরে বোকা;ঐ ঘর পুড়বে কিভাবে?
মার্বেলের দেয়াল পুড়ে না,
কোহিনুর হীরা সূর্যের রশ্মিতে গলে না,
মজবুত কাঠামো ভূকম্পনেও কাঁপে না,
কাঁপবে শুধু সস্তা ইটের ঘর,
যেমনটা কাঁপে মধ্যবিত্তদের শহর,
যেমনটা দোলে মধ্যবিত্তের স্থিরকৃত স্বপ্ন,
যেমনটা পোড়ে আরব ফিলিস্তিনের পট,
তাদের দিকেও একটুও চেয়ে দেখে না তোমার
আমার রব!!