বলতে পারো?


কেউ কি বলতে পারো?
কতটা কষ্ট পেলে মানুষ পাষাণ হয়।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাতে অবেলায় ফুটা বকুলটা ঝরে পড়ে।


কেউ কি বলতে পারো?
কতটা কষ্ট পেলে নদীর বুকে চর জাগে।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাত পেলে একটা পাখি খাঁচায় পোষ মানে।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাত পেলে চোখ দিয়ে রক্ত ঝরে।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাত পেলে মাটির বুক ফেটে চৌচির হয়।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাত পেলে কিশোরীর নুপুরের আওয়াজ তার বাবার কানে আর আসে না।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাত পেলে বৃদ্ধাশ্রমের সেই মহিলাকে দেখে
বৃক্ষের পাতা ঝরে পড়ে।


কেউ কি বলতে পারো?
কতটা আঘাত পেলে,কতটা আঘাত পেলে
পাথর সারাটা জীবন নীরব হয়ে রয়।


কেউ কি বলতে পারো?
কতটা কষ্ট পেলে,ঝরণা সারাজীবন অঝরে ঝরে যায়।


কেউ কি বলতে পারো?
কিসের আশায় মদনমাঝি সারাজীবন তরী বেয়ে যায়।


কেউ কি বলতে পারো?
কিসের খুঁজে সাগরের ঢেউ তীরে আছড়ে পড়ে?


কেউ কি বলতে পারো?
কিসের লোভে চাঁদ নীরবে আলো দিয়ে যায়।


#ছোটমামা_ধানমন্ডি