বসন্ত এবার  
                     লেখক:শেখ ফরিদ


                         নিষ্ঠুর শীতে
                    বনানী জরাজীর্ণ,
                        তখনই বসন্ত
              নিয়ে এল আগুন রাঙা বর্ণ।


                      বসন্ত এলো নিয়ে
           প্রকৃতির বীণায় মাতাল করা সুর,
               সেই সুরে সুরে মধু আহরণে
      মধুমক্ষিকার দল ফুলে ফুলে হারায় বহু দূর।


                বসন্ত আবার এলো
      প্রেমিকার হলুদ শাড়ীর ভাঁজে ভাঁজে,
         প্রেমিকার কালো কেশের খোঁপা
              কৃষ্ণচূড়া,বেলি, গাদায় সাঁজে।


                        বসন্ত নয় শুধু
              প্রেমেো বাঁধনে,বানানীর অন্তরে,
                          বসন্ত আসে
      মুকুলের মদির সুবাস নিয়ে সারা বাড়ী জুড়ে।


                      বসন্ত, এ শুধু নয়
                  এখন আর ঋতুরাজ,
                    বসন্ত মানে, নতুনত্ব
              প্রকৃতির নব প্রেমের সাঁজ।


#ছোটমামা_ধানমন্ডি