চন্দ্রাবতীর প্রতি চিঠি
                লেখক:শেখ ফরিদ
আকাশে আজ নেই কোন কালো মেঘ
ধুয়ে মুছে সব মেঘ গেছে সরে,
তবু চন্দ্রাবতী কেন আসে না
কেন আসে না আমার ছোট্ট কুটিরে?


এতদিন চন্দ্রাবতী বলতো
কালো মেঘ থাকে তাঁকে ঘিরে,
আজ সে সবার আঙিনায় ঝরে পড়ছে
কেন নেই শুধু আমার ছোট্ট কুটিরে।


আমি তাঁর আশায় আশায় থাকি
মিথ্যে জ্যোৎস্না গায়ে মাখি,
আর আজ সে সবার কুটিরে
এ দুঃখ আমি কোথায় রাখি!


আকাশে আজ নেই কোন কালো মেঘ
ধুয়ে মুছে সব মেঘ গেছে সরে,
তবু চন্দ্রাবতী কেন আসে না
কেন আসে না আমার ছোট্ট কুটিরে?


সব অভিমান
ভেঙে সে আসবে কবে?
ভালবাসার নিঃশেষে-
চন্দ্রবিধাতার কাছে চলে যাবো যবে!


#ছোটমামা_নিখোঁজ