জ্যোৎস্নাময় রাতে আহবান
     লেখক:শেখ ফরিদ
খোলা আকাশের নিচে
জ্যোৎস্নাময় কোন রাতে,
আমার দূর্বাঘাসের রাজ্যে
এসে বসবে  আমার পাশে?

তোমায় দেব কপালে তুলে,
রূপালি চাঁদের আলো,
মুগ্ধ হয়ে দেখব তোমার
কাজলনয়ন, বাসবো ভীষণ ভালো।


আমার আকাশে যখন
আসবে ঘোর অমাবস্যা,
হারিয়ে যাবে নাকো তুমি
নাকি রবে শূন্য মোর পাশে বসা।


বালিকা তোমায় দিতে পারবো না
হীরে মানিক গয়না ভরী ভরী,
নিরাশ করবো না তোমায় দিব
বকুলফুলের মালা নিজ হাতে ধরি।


আসবে কি তুমি
বসবে কি পাশে,
আমার রাজ্যে
মনের রাণীর বেশে?


#ছোটমামা_নিখোঁজ