মনে আছে কি প্রিয়তমা চারু,
তুমি এসেছিলে সেদিন কোন এক সন্ধ্যাই,
প্রকৃতি তোমাকে করতে বরন
করে নিতে ছিল অন্যরকম ব্যস্ত,
সে কথা আছে কি তোমার স্মরণ।


আকাশ জুড়ে ছিল সন্ধ্যা তারার মেলা
তার সাদা মেঘের ভেলা,
সন্ধ্যায় জোপের ঝাড়ের জোনাকিপোকা
সবই তোমার পাশে করছিল খেলা।


তোমায় দেখে চাঁদ লুকিয়েছিল নদীরজলে,
হাজার মেঘের আড়ালে নানান ছলে বলে।
চাঁদ জানতো তোমার প্রেমের ধাঁধাঁ,
তাইতো নিজেকে উদয় করে সেদিন দেয়নি প্রেমবাঁধা।


তুমি এসেছিলে পড়ে লীল শাড়ী
উড়য়ে প্রেমের আচঁল,
লালরঙের কৃষ্ণচূড়া খোপায় ছিল গোজা
দাঁড়িয়ে ছিলে তিলা বিলের ধারে,
আমি ছিলাম তোমার প্রমের অমৃতের খোঁজে।


চারু সেদিন তুমি সব বুজেও
বুজোনি কিছুই,
মনের আকাশ জুড়ে
এখনও আছো তুমি
শুধুই সেই তুমিই।


লেখক:শেখ ফরিদ
সকাল ১১ টা ৫৩ মি.
০২.০৬.২০১৭
জামালপুর, নিজবাসভবন।