নব আহবান


পৃথিবী জুড়ে এসেছে যত
চুক্তি,যুক্তি,মুক্তি আর স্বাধীনতা,
দেখো ইতিহাস করে যাচাই,শত কবিদের
কলমের অর্ধেক শক্তি তাতে,মানো কি তা?


তবে আজ কেন,কেন হচ্ছে না বন্ধ
আরকানের রোহিঙ্গাদের উপর অমানবিয় অত্যাচার,
আজ কাকে দিব দোষ,কবির নাকি কলমের শক্তির
যখন সব বাবুরা চুপ,ওরা কাদের কাছে চাইবে বিচার?


আজ কেন,কেন জাগছে না কোন বিদ্রোহী কবি,
লিখছে না আর কবিতা মাঝ রাতের ঘুম করে হারাম
ওদের জন্য আঁকছে না কেন কেহ স্বাধীনতার ছবি
আহবান করছে না কেন চল কবি করিমুক্তিরসংগ্রাম।


আর কত!আর কত!
কতদিন থাকবো করে চুপ,
প্রতিদিনই তো ওঠছে...
নতুন সূর্য,দিচ্ছে নতুন ধুপ।


আর নয়, আর নয়
এক হও সব নওজোয়ান,
দাও তোমার কলমে শান
আফসোস করি না, গেলে যাক নব্য কবির প্রাণ।


#ছোটমামা_ধানমন্ডি