স্বরূপ


লেখক:শেখ ফরদি


আয়নার সামনে দাঁড়িয়ে আমি
হঠাৎ দেখি আমার প্রতিচ্ছবি, এক আমি,
যে ছবির ভেতর এক,বাহির অন্য
বুক জুড়ে সৃষ্টি হয়েছে রিক্ততার মহাশূন্য।


আঁধারের মাঝে হতে চাই আলো
আলোতে সাঁজতে চাই না ভালো,
নিঃশব্দে হতে চাই শব্দের প্রতিধ্বনি
কোলাহলে হতে চাই না শত ধ্বনি।


হৃদয় জুড়ে স্বপ্নের ভাঙচুর
হতে চাই কারো প্রথম স্বপ্নের ভোর,
নিজের মাঝে স্তব্ধ নিজে,
হারিয়ে ফেলি নিজেকে চোখের জলে ভিজে।


#ছোটমামা_নিখোঁজ