আর কত অভিনয় কত নাটক,
চলবে এই ধরায় ।
আজ আমি ক্লান্ত, দেখতে এই ভান;
মানুষের ভিন্ন চরিত্র।


যেদিকে তাকাই শুধু অভিনয়,
আর অভিনয় !
এই ধূলিময় রঙ্গমঞ্চে
প্রত্যেকেই বড় অভিনেতা-অভিনেত্রী।


মুখে মিষ্টি মধুর বাণী
মনে রয়েছে শয়তানি ,
অভিনয়?  এইতো অভিনয়।
অভিনয় এমনি হয়।


কারো কান্নায় গলিত কলিজা,
চোখে নেই এক ফোটা অশ্রু জল।
কেহ হাউ মাও করে চোখে জল ঘিরে,
মনে লাগে আনন্দের ঢল।
অভিনয়?  এইতো অভিনয়।
অভিনয় এমনি হয়।


অভিনয়?
অভিনয় চলছে দিনে রাতেও
এবার তার স্রষ্টার সাথেও।
হয়ে জ্ঞাত অথবা অজ্ঞাত।


কোরবানি তুমি দিচ্ছ কত লাখে?
আমার টা যে সর্বোচ্চ দামে।
অমনি শিষ্য কালু বলে,
নেতা মিয়া দিবে এবার
বারোটি এক সাথে ।


ইলেকশন সামনের মাসে,
নেতা সাহেব  সামনের কাতারে,
বরাদ্দ পাঁচ লাখ, মসজিদ পাকাতে।
এবার, পাকা মসজিদে ধুলো পড়েছে ;
সিজদা র কোন চিহ্ন নাহি যে।


কালো টাকার পাহাড় গড়ে
টুপি তিন হাত মাথায় দিয়ে,
পাগড়ি খানা লম্বা করে
হজ্জ করিয়া তিন বার।
কি হলো?
এসে যাচ্ছ যে মদের বার !
নাচছ নিয়ে শয়তান।
একি নয় অভিনয়?
অভিনয় এমনি হয়।


এই যে এইখানে আসুন
বসুন, মনোযোগ দিয়ে শুনুন;
চারপাশে চলছে যে ভেজাল
এখানে পাবেন এক নাম্বার।
মাত্র দশ টাকার মলমে
স্বস্থি পাবে পাঁচ মিনিটে।


অভিনয়? এইতো অভিনয়।
অভিনয় এমনি হয়।


পর্দা তুমি কর নারী
হয়ো না পাকা অভিনেত্রী।
আজ নাম করে পর্দার,
হচ্ছে যে ফ্যাশন জারি।


আর নয় অভিনয়,?
আকুুুুুুুুুুুুুুুুুুতি করি তোমায়।
ফিরে এসো,
ডাকছে প্রভু তোমায়।
তোমরা কি ভুলে গেছো
পরমেশ্বরের সেই বানী,
করোনা রিয়া, দাও দেল কোরবানি ।