শত বছর আদি কথা
দেখেছিলাম স্বপ্নের ঢাকা
বুড়িগঙ্গার তীরে বাধা
ঘুরে ছিলো স্বপ্নের চাকা |


ছান্দি নৌকার ছইয়ে বসে
চিড়া মুড়ি দই নাহি রে
বাকরখনি খেয়ে ছিলাম
কাকের মিছিলে পড়েছিলাম
অদ্ভুত চোখে চেয়ে ছিলাম
ইংলিশ রোড ঘুরেছিলাম |


সুন্দর ললনার খোজে
ফুট্ন্ত গোলাপের মাঝে
হারিয়ে যায়
সে কোথায় ?


অবাক হয়ে ভেবেছিলাম
এ আমি কোথায় এলাম
চারিদিকে বন জঙ্গল
তারি মাঝে স্বপ্নের দোল |


টম টম গাড়ি
হুট হাট করি
চাকার নিচে পড়ি
যায় না কেহ মরি |


ইট সুরকির মিলন মেলা
লালবাগের কেল্লা
লাল  সুর্যের মতন
জেগে ওঠলো তখন
জন্ম জন্মের কথা
মনে নেই আজ তাহা
কে করে ছিল গোড়াপত্তন
সম্রাট জাহাঙ্গির নাম আসে তখন ||