বরফ গলা হিম শীতল
ছুটছে ঝর্নার জল
স্ব্চ্ছ দর্পনের মতো
গোধূলি কিরণ
করিছে ঝলমল |


কুয়াশার ঘোমটা পরে
পাহাড় বলছে মোরে
আমায় শোনাও গান
কল কল কল |    


প্রজাপতি আবেশে
ফিরে যায় অবশেষে
মৌমাছি ঘুরে ঘুরে
করে গুঞ্জন |    


লজ্জাবতি লাজুক চোখে
চেয়ে আছে মুখটি বেকে
কোথা হতে পখি এসে
বসে পরে মোর ঘরে
শব্দ করে ডাকে সে
কিচি কিচি কিচি |


হেলে দুলে চলে যায়
আকাবাকা পথটায়
কোথা যায় জানে না
পিছু ফিরে দেখে না
বর্ষণ হলো আজি
ঝুম ঝুম ঝুম |









\