সবাই যার যেমন খুশী বেড়ে উঠছে
যত্রতত্র ছত্রাকের মতো
কি নিপুণ হাতে চলছে মেধার চাষ, আহা
ছোট্ট সেই অংকুর আজ পুষ্পিত মহীরুহ
পাড়ার বখাটে যুবক আজ উঠতি শিল্পপতি
দামী গাড়িতে কিযে খুশবু , আজিব তামাশা
রোগা পটকা হাফ প্যান্ট পরা মেয়েটি
প্রতিদিন রাস্তায় ফেরী করতো খোঁড়া বাবার সাথে
সে আজ সবার ড্রীম গার্ল, মিনি পর্দার নায়িকা


তোমার সাথে পথ চলতে চেয়েছিলাম, পারিনি
তুমি এখন দুর প্রবাসিনী, বড় হতে হতে
স্বপ্ন ডানায় ভাসতে ভাসতে হস্তিনী রমনী
আকাশেই তোমার বাস, অস্তিত্বের ঠিকানা
আমি সেই মরা নদীর ধারে অজপাড়াগাঁয়ে
বুকের চারপাশে শত শত ঝুড়ি, কামড়ে আছে মাটি
দুদন্ড নেই অবসর তোমার, আমার অফুরন্ত সময়


ইচ্ছেমতোই বাড়ছে সবই
ঘুষের অংক,.সুদের হার, উপরি,বোনাস
বিদ্যুৎ বিল, গাড়ির মিটার, তেল গ্যাস
সদ্য আরোপিত রোড ট্যাক্স
মাস্তানের ফোন, মন্ত্রীর লড়াই
এমনকি নির্বাচন কমিশনের চোখের জ্যোতি


বাড়ছে সবই ইচ্ছেমতো
যত্রতত্র যেমন খুশি
বাড়ুক না
বেশতো আছি হাওয়ার তালে
কি লাভ বলো উল্টো চালে