তোমাকে বলতে গিয়ে কতোবার থেমে গেছি ঈশ্বর জানেন
তোমাকে বলতে গিয়ে কতোবার পথ হারিয়েছি ঈশ্বর জানেন
জ্বলন্ত সূর্যকে কতোবার প্রদক্ষিণ করে গেছি ঈশ্বর জানেন
ঈশ্বর জানেন কি করে আটকে দিয়েছি প্রবল জলস্রোত, ঘূর্ণি
বর্ষনস্নাত রাতে কামিনীর গন্ধে বেধেঁছিলাম জোৎস্না ঈশ্বর জানেন
কবিতার ছন্দগুলো টুপটাপ পাঁপড়ি হয়ে ঝরেছিলো সেও ঈশ্বর জানেন


বিন্দু থেকে সিন্ধু মথিত করেছি প্রবল তাপে
দহন দাহে জ্বলেছি নিশিদিন নিদাঘ চৈত্রে
আপন আলোয় খুঁজে ফিরেছি চেনা ভৈরবী
জন্মান্তরের প্রেমে বেঁধেছি রাখী, সুতনু নদী
বেয়ে গেছি উজান ঠেলে বারবার ঈশ্বর জানেন


তবুও নতজানু তোমার কাছে রুদ্র বোশেখ
সকাতরে ভিক্ষা মাগে একটি ফুলের জীবন
সবুজ ঘাসের শীষে একটি সে বুনো ফুল
অনাঘ্রাতা, সলাজ মুদ্রিত পাঁপড়ি মেলে ইতিউতি চায়
বাতাসের আন্দোলনে দোলে ভীরু সে কলি
মুক্তাকাশে মেলে ডানা অসীমের মায়ায়


স্বপ্নগুলো সাজানো ছিলো তোমার বুকের গভীরে শিলাস্তরে ঈশ্বর জানেন
শুধু তুমি জানোনি ________