যখন কষ্ট আমার চারপাশ ঘিরে রাখে
বন্দী সময়, পালাবার পথ খোলা থাকে না
আমার বুকের মাঝে ফুটে উঠে হাজারো বর্ণিল ফুল
কখনো গোলাপ, কখবো জুঁই, কখনো শুুুুধুই ক্যাকটাস
আমাকে আহত করে, রক্তাক্ত করে, তবুও সুরভি দেয়
নিজেকে খুঁজে পাই আমি আমার ভেতর
চিনতে পারি, চোখ রাঙাই, শাসন করি
আমার মাঝের দুর্বৃত্ত  কখনো মাথা তুলে দাঁড়ায়
রক্তচোখে প্রতিবাদ করে, এ অন্যায়, ভীরুতা
হেসে বলি, ন্যায় অন্যায় তুমি  জানো, কোথায় তোমার সত্তা
তুমিতো খেলনা মাত্র, মৃত্তিকার পুতুল, তুমিতো তুমি নও


মাঝে মাঝে মনে হয় এই যে কষ্টের সরোবরে ফোটা ফুল
এটাই আমি। বাকি সব শূন্য, ফাঁকা


যখন এইসব কষ্টেরা থাকে না
তোমরা যাকে সুখ বলো, আমার বনেদি অসুখ
আমার চারপাশ ঘিরে রাখে
আমার সবকিছু শূন্য হয়ে যায় নিমেশেই
আমার বোধ, ভাবনা অচল হয়ে পড়ে
মনে হয় বন্দী আছি কোন অচেনা আস্তাবলে
যেখানে তাজী অশ্বের কেশর আরো সতেজ হচ্ছে
নাদুস নুদুস গলায় চেকনাই আর ভারী নিতম্ব
আমার চোখে দুঃস্বপ্নের মতো দোলে
এখানে গোলাপ নেই, রক্তজবা নেই, নেই ক্যাকটাস
আমার মন শরতের মেঘের মতো ভেসে যায় দূরে
নিজেকে কিছুতেই খুঁজে পাইনা আমি


মনে হয়, আহা আমি যদি পেতাম কষ্টের সরোবর
ফোটাতাম রাশি রাশি ফুল, ক্যাকটাস
নতুন করে রক্তাক্ত হতাম প্রতিদিন