মৃত্যু ও ভালোবাসা


যেদিন সব দুঃখকে ভুলে যাবো
সেদিনই মৃত্যু হবে আমার
যখন আমার কোন স্বপ্নই থাকবে না
তখনই মরে যাবো আমি


এই পৃথিবীর ঘাস মাটি বনবাদার আর জঙ্গলের কাছে
আমার অনেক ঋণ থেকে যাবে, শুদ্ধতার ঋণ
বেদনার ঋন, অক্ষমতার ঋণ
একটা অপূর্ণ জন্মের ঋণ


এইসব ঋণ আর অক্ষমতার দায় নিয়েই চলে যাবো
লজ্জাবতীর মতো ক্ষণিক ম্রিয়মাণ হতে চাইনা আর
যতোক্ষন আছি শিরদাঁড়া সোজা করেই দাঁড়াবো
বিমল রোদে, এতোটুকুও কুণ্ঠিত নই ভালোবাসায়


তোমরা যারা মেঘ দেখে ভয় পাও
হালকা রোদে মূর্ছা যাও
দৌড়ে পালাও মিছিল দেখে পথের বাঁকে
আমার ভালোবাসা তাদের জন্য নয়


আমার ভালোবাসা নিখোঁজ যুবকটির জন্য
যার বুকেপিঠে অজস্র ঘাতক বুলেটের ক্ষত
এক একটি রক্তাক্ত মানচিত্র, শতবর্ষের কান্না
আমার ভালোবাসা সেই অবুঝ কিশোরের জন্য
মিছিলে গিয়ে যে আর ফিরেনি


আমার ভালোবাসা লুপ্তপ্রায় হিজল তমালের জন্য
আমার ভালোবাসা সেই অবুঝ কিশোরীর জন্য
যার শরীরে লাল সবুজ ডোরা কাটা দাগ
যে কলি বিকশিত হওয়ার আগেই কীট দংশিত হয়
দুঃখ কি জানার আগেই দুঃখের উপমা হয়ে যায়


আমার ভালোবাসা একটি ছোট্ট নদীর জন্য
যার বুকে থৈ থৈ জল আর নেই
আমার ভালোবাসা ছোট্ট টুনটুনির জন্য
জঙ্গলের ছোট্ট গাছে যে আর বাসা বাঁধে না


মৌমাছির গুনগুন কতোদিন শুনি নি
কতোদিন দেখি নি দোয়েল, শ্যামা, মাছরাঙা
কোথায় শাপলা শালুক, ঢেপের খই
আহা ধবল বকের সারি, কোথায় হারালো


যেদিন এইসব ভালোবাসা মুছে যাবে
জলবিহীন শুকনো নদীতে একবেলাও হাঁটবো না আমি
নিরুদ্দেশ পাখির মতো আমিও চলে যাবো
সেদিনই মরে যাবো আমি