বিশ্ব দেশে ঘুরে আমি পেলাম না রে সুখ,
যেমন টা ছিল আমার ঔ বাংলা মায়ের সুখ।
বিশ্ব দেশে  ঘুমের মাঝে,পায় নাতো সুখ,
যেমন পেতাম বাংলায়,বাংলা মায়ের সুখ।
শিশির ভেজা ঘাসের ডগার এথায় দেখা মেলেনা,
সন্ধ্যা বেলার ঘরে ফেরার পাখির আওয়াজ মেলেনা।
দেশ বিদেশে ঘুরে আমি তায় শান্তি পেলাম না।
মরুভুমির বুকে দাড়িয়ে ভাবি আমি তাকে,
সেতো আর কেও না,সে যে আমার বঙ্গভূমি।
সকাল বেলা পায়না দেখা চাষি ভায়ের মুখ,
এথায় দেখি সব অলস, আর আলসেমির সব ভুত।
মনে পড়ে যায় ঔ 'রাখাল ছেলের' বারেক ফিরার কথা,
আরও মনে পড়ে ঔ বাংলা মায়ের কথা।
জীবিকার দশায় আমি আজ বাংলা ছেড়ে আছি,
তবুও আমার মনটা ঔ বাংলায় ফেলে রাখা।