অশ্রু জলে বালিশ ভিজিয়া
নিঃশদ্বে কাঁদি আমি মা,
স্বপ্ন ঘোরে তোমায় দেখিয়া
মাঝ রাতেতে কেঁদে উঠি মা।


তোমার টানে মন টা কাঁদে
যাবো আমি কবে তোমার কাছে,
তোমায় ছেড়ে থাকতে দুরে
কষ্ট হয় মা,থাকি মা তবু সহ্য করে।


মায়ের টান বুঝবে সে যে
মা কে যে পায়না কাছে,
মা কে যারা পেয়েছ কাছে
অশ্রু ফেলতে দিও না তাকে।


মনে হয় মা ছুটে আসি
তোমায় জড়িয়ে ডুকরে কাঁদি,
তোমায় ছোঁয়া মা পাব কবে
আর ইচ্ছে করেনা ছেড়ে আসতে তোরে।


যেথায় আছো মা গো তুমি
ভালো থেকো আমার মা জননী,
তোমার ছেলে ভালো নেই গো
তোমায় ছাড়া জগৎ জননী।


ভাল্লাগে না মা গো আমার
কবে তোমায় কাছে পাই,
অন্তিম কালেও আমি যেন
মা তোমায় কাছে পাই।