নিশিপদ্ম ফুটেছে ঐ দূর বনবাসে...
তাই বুঝি চাঁদ জেগে আছে ঘুম পরবাসে,
বিষাদিনী মেঘের মতন কাজল আঁখি ভাসে,
একাকীত্বের বিরহে পুড়ে এ মন তবুও হাসে...
নির্ঘুম জানালায় চেয়ে দেখি রাতের সবুজ ঘাসে,
জোনাকিরা লুকোচুরি খেলছে আপন আলোর সাজে।
শিউলিতলা শিশিরজলে কাঁদছে রাত জাগা পাখি,
কেঁদে ওঠে মন মোর জলে ভরে দুটি আঁখি....
বড় অভিমানে প্রশ্ন করি রাত কে নিশি আর কত বাকি?
কেঁদে বলে শিউলি ফুল সবে তো ফুটলাম.......
ও নিশি এখনি যেওনা দিয়ে ফাঁকি,
আহারে বেচারা থাক না নিশিতে বাসর সাজায়ে...
নিঃশব্দে মনকে বোঝালাম আমিই না হয় চুপ থাকি,
দু হাতে জোছনা মাখি জানালা খুলে হাত দুটো বাড়ায়ে।