মোর বাতায়ন খুলে দিলেম।
সখা - তোর আশেতে এই যে।
গচ্ছিত ধন হারা হলেম,
তোর মধুর ভুল আর নেই যে।


সাঝেঁর বেলায় মনের ছায়ায়-
তোর প্রভা আজ কই?
অগ্নিগোলক সোনার কায়ায়।
কেম্নে ঢেকে রই।


তরুশাখে দুষ্ট বায়ু।
কাঁপন নেয় সে পত্র।
তোর বিষাদে প্রণয়-আয়ু
"হাবিয়া" পায়; ত্যাগী সুখের মর্ত্য।


দ্বিপ্রহরে রাত্রি জাগে -
দিবস কত দূর?
তোর সখি আজ প্রেমই মাগে,
গহন তলে সুর।


পলাশ শিমুল শোক-সহগে,
শূন্য হিয়ায় বাজে।
তনুঝড়ে তুই বিয়োগে,
বল না তা কী সাজে?
     ১৯.০৪.২০১৯