সেই ছেলেটি কোথায়
মলিন দেহ শীর্ণকায়
যার থালা ধরা হাতে পূর্ণ হয় দিন
জঠোর জ্বালায় বিবেক বর্জিত বাবু কিছু দিন
স্নেহ দয়াদ্র গলগ্রহ হওয়া
স্বভাব যে তার নয়
স্বভাব যে তার মানুষের মতই
জঠোর চাইলেই চহিয়া খেতে হয় |
আলোতে আসার পর জ্বালেনি তো কেউ
ঙ্গানের আলোক
ধরেনিতো হাত
বলেনিতো কেউ খোকা
খাও,থেকো দুধে ভাত ! !