রক্তের আদিম অন্ধকারে জেগে থাকা প্রাচীন শৈবাল,
গ্রাস করে নিয়েছে বেঁচে থাকার তীব্র অনুভূতি।
বিরুদ্ধ সময় দাঁতাল শুয়ারের মতো,
স্তব্ধতার শীতল চুম্বনে শুষে নিয়েছে সমস্ত কোমলতা।
অস্তিত্বের বিদীর্ণ সুরে তাই
শুধু অব্যাক্ত কাতরতা।
কোন বেঁচে থাকার সৌরভ নয়।
নয় কোন বিদায় স্পর্শ।
আমাকে চলে যেতে দাও আমার চেতনাসমেত,
মরু থেকে অরণ্য সব কিছু নিয়ে।
আরো বেশি অর্থহীনতায়,
আরো বেশি অন্ধকারে,
কোন সংযত শূন্যতায়
আমাকে বিলীন হতে দাও।