অকথ্য অস্থিরতার নির্বাক স্পন্দন
যেন অন্ধ যক্ষপুরীর গোপন জঠরে
প্রৌঢ়া বাস্তুঘুঘুর অশরীরী চিৎকার।
শুধু দেখে যাই,
বিবশ বসন্তের প্রথম পুষ্প
পোয়াতি ইঁদুরের মতো অতর্কিতে বিঁধে আছে
স্বর্গীয় শকুনের তিক্ষ্ন নখরে।
নিষ্প্রাণ ভালোবাসার আবেগী স্পর্শ নিয়ে
ফাল্গুনের প্রথম পূর্নিমাও চলে গেছে
জাগ্রত শূন্যতার অসীম অন্তঃপুরে।
শেষনাগ অনন্তের শুভ্র ফণায়
মুমূর্ষু পৃথিবী নিষ্পলক আজ,
ক্রমাগত আলোহীনতায়।
সময় ঋষির উদাসীন ধ্যানে
সৌন্দর্যের মুক্তি নাই ।
কেননা,
নিষিদ্ধ জীহ্বায় প্রথম সুরার মতো
কদর্য তিক্ততা নিয়ে উর্বশীও
চলে গেছে ক্লান্ত নয়নে।