হে বৃক্ষ পুত্র অ্যাডোনিস ,
তোমার আঠালো জীবনের স্বাদহীন বেঁচে থাকা
অথবা, প্রতিক্ষার পার্থিব নীল প্রহর
শেষ হবে না কোন দিন।
তোমার বোধহীন নোনা অন্ধকারে হামাগুড়ি দিয়ে
আফ্রোদিতি হানে তাঁর উষ্ণ হিরণ-বান।
যেন কৃতজ্ঞ জীবন চলে উড়ন্ত ফিনিক্স কিংবা
গোধূলীর বুনোহাঁসের স্বর্ণময় বেদনায়।
আরেকবার স্পর্শ কর স্বর্গীয় সমুদ্রোদ্ভুতা,
দাও শেষ দীর্ঘ আলিঙ্গন।
আমার সমস্ত আত্মা শুষে পান করে নাও
সবটুকু ভালবাসা, যা তুমি দিয়েছিলে।
শুধু বেঁচে থাক নিঃশব্দ অন্ধকার।