আজ নক্ষত্রের বিয়ে হবে
জোনাকির তুমুল নৃত‌্যে
মাতাল হবে কালো রাত।
শুষে নাও, হাসনাহেনার সুবাস
শুনতে কি পাওনা সময়ের কান্না।
আর পড়ে থাক স্মৃতি-


বিদগ্ধ শক্তির কাছে পরাজিত
পাথরের গলিত কান্না
অশ্রুহীন লম্বা র্দীঘঃশাস।


তবুও -


আজ নক্ষত্রের বিয়ে হবে
উদাসী পবন দিক-বিদিক ছুটবে
কাশফুলের ছন্দময় নৃত্যে
মাতাল হবে চারপাশ।


উদাসী পল্লীবালা! দেখে যাও-
‍‍‍''আজ নক্ষত্রের বিয়ে হবে''
কোথায় হারালে নিঝুম নিশিতে।