সময়ের কান্নাগুলো কষ্টে কষ্টে বিলীন
গিলে খেয়েছে ক্ষুধার্ত হায়নার মত;
কালের আবর্তনে আয়নার প্রতিবিম্ব বিবর্ণ
উপেক্ষা যাকে করেছি; সেতো খুন!


ভুল যে করেছে, সেওতো মানুষ;
কষ্টের চাদরে মোরা জীবন্ত লাশ।
ক্ষমা পাওয়ার যোগ্য সে নয়;
তাহলে কি তাকে কাঁদতে হবে অহর্নিশ?


গগনচুম্বী স্মৃতিগুলো কবর দাও আড়ালে
কবর ফুঁড়ে বের হবে ছায়াতট;
কাঁদবে পথিক অসহায় অবসরে;
কষ্ট বৃক্ষের নীচে অশ্রুসিক্ত দুপুরে।