স্বপ্ন, বিলাসীতা, আবেগ তাড়িত হৃদয়ের কবর যেথায় রচনা করেছি আমি
সেথায় ধ্যান তপসীর ধ্যান ভগ্ন করলেও যা- না করলেও তা।
নিয়তির চরম আঘাতে যার হৃদয় ক্ষত-বিক্ষত-
নিষ্পাপ চাহনি তার কাছে মূল্যহীন-
মূল্যহীন সমস্ত বন্ধন-
বেঁচে থাকাটা কখনও কখনও সুখের মনে হলেও
সুখের জন্য যে অদম্য ইচ্ছা থাকতে হয়-
তার মৃত্যু হয়েছে কিছুদিন হলো-
তোমা থেকে দূরে থাকাটাই আজ সুখের-
প্রতিমা !! জীবনের বসন্ত বেলায় যাকে উপেক্ষা করেছি-
তার জন্য কেঁদে ফিরে কি লাভ বল !
স্রোতের কথা মনে পরে ভীষণ-
আমায় বলেছিল, তাকে কি সত্যি ভালবাসিস !
বলেছিলাম- আমি জানিনা। শুধু এটুকু জানি
তার কথা মনে হলে বুকের মাঝে সুখের মত ব্যাথা অনুভব করি।
জানো, গতরাতে তোমার কথা হঠাৎ মনে পড়ল-
তুমি গন্ধরাজের সুঘ্রাণে মোহিত হয়ে বলেছিলে-
রবি এই রাতের কথা আমার অস্তিত্বে থাকবে-
আমার বুকে মাথা রেখে তুমি সে রাতে ঘুমিয়েছিলে-
আর আমি সারারাত তোমার মুখে চাঁদের আলোর খেলা দেখেছি-
রাত আছে, চাঁদ আছে আছে গন্ধরাজের সুগন্ধ-
আর তুমি অন্য কারও হৃদয় রাজ্যের রানী।