প্রতিমা!  ও প্রতিমা! প্রতিমা
আজ কতদিন হলো তোমায় দেখিনা-
সেই যে চলে গেলে
আজীবন শূন্য আমি আরও  শূন্য করে
তব স্মৃতি দহনে দহনে
হৃদয় করেছে অঙ্গার।
পথপানে চেয়ে থাকি অর্হনিশ-
এই বুঝি এলে-
পার্থিব সুখকে তাচ্ছিল্ল করে
স্বপ্ন সুখের অভিলাশে।
হাতরে বেড়াই-
ফিরে আসি আসি আপন ভুবনে।
অনুভবে টের পাই কি বিশাল অস্তিত্ব,
অথচ কোন রুপ নেই, নিরাকার।