স্তব্দতা নিশীতে আসে সর্ববিস্তারে
নিরবতা কেটে যায় অমানিশায়
চুপিসারে রাখিতে ব্যস্ত প্রেম নিবেদন
কত কাল ধরে লিখছি কাব্য?


কোথায় তা বলতে মরিয়া হিয়া
আকাশী ডাকে মুছে যায় কলঙ্ক
না হয় তোমার সাজে সাজবো রোজ
বুঝার বাকি কত প্রেম বলিনি তোমায়?


নিতাস সাজে যায় ওপারে নিস্তার
তোমার প্রাণে বাঁধিতে চাই প্রাণ
বুঝিতে কি পারো নাকি বুঝেও করেছো ভান
না হয় বলো আমায় কিসে লাজ?