এক পড়ন্ত বিকালে,
অশ্রুসিক্ত দুই নয়নে,
বসে আছি আমি একলা,
এই কেবল নির্জনা,
এই কেবল অব্যক্ত অভিলাষ।
স্মৃতির পাতা ঘুরে,
বসে আছি আমি একলা।


কোন এক গৌধূলি লগ্নে
বিষণ্ণ দুইটি চোখে,
চেয়ে আছি তোমার অপেক্ষায়,
এই কেবল একাকীত্ব,
এই কেবল নিঃসঙ্গ মৌনতা।
মনের আনাচে কানাচে
তোমার ঐ ছবি যে ভাসে।