নিবিড় একাগ্রতা তার
আমার হৃদয় গহীনে বাস।
বিত্তের প্রতি নেই কোন দর্প,
কি অপরুপ রমণী
মোর হৃদয়খানি নিয়েছে কেড়ে।


যেন তার হাত ধরে হেঁঠে গেছি
বিজয় সরণির পাশ ধরে।
কত পল্লবী দিয়েছে ছায়া,
হাওয়াতে উড়ে গেছে পাখি
তবুও সেই হেসে গেছে অকপটে।


আমিও বিমোহিত তার তরে
দেখেছি তারে সব কিছু ভুলে।
সেই কি বলবে একবার,
আমার হাতে রাখবে কি হাত?
সেই কি বলবে ভালোবাসি আজ?