বর্ষার বর্ষণে ভিজে যাওয়ার মাঝে
খুঁজে পাওয়া স্নিগ্ধতায়
আবিষ্কার করছি তোমায়।


তোমাকে লিখছি কাব্যের প্রতিটি বচনে,
নিয়মের ভেড়া জাল ভেঙ্গে,
তৈরি করছি নতুন নিয়ম।


মধ্য রাতের ঘুম ভেঙ্গে যাওয়া সেই আনমনে,
উদাসীনতার মাঝে হঠাৎ স্মরণে,
তোমায় পেয়েছি মনের অজান্তে।


যতদিন তুমি আছো
হোক না কাব্যগুলো তোমায় নিয়ে,
হোক না গল্পগুলো তোমার তরে।