শাড়ির আঁচল তুলে,
বা-হাতে ডেকে দাও মুখ,
লজ্জাতে তুমি যেন সর্বভুক।
ফেরাতে পারি না মোর দু-নয়ন
কিসের এতো লাজ সুধায় মন?


প্রেমের টানে
বিছিয়েছি আমি স্বর্গেরও সুখ।
বা-হাত নামিয়ে এবার
দুই চোখে পাতো আঁড়ি
তোমাকে দেখিয়া আমি তো শেষ।


আঁচল সরিয়ে ডাকো আমাই হেসে
সবি তোমার তরে দিতে পারি ছাড়
আমি ভালোবেসে হেসে।
বলো তো,গোলাপি শাড়িতে
আমাকে লাগছে কি যে?


আমি মরি যে তোমার রুপে
কিসে যে লাগছে তোমাই
বলবো কি যে ভেবে???
প্রতি রাত যে নো পায়
তোমাকে গোলাপি শাড়ির বেশে।