সহস্র কথা ঘুরে ফিরে
মনের অলিতে গলিতে।
কোথায় যে মিশে ধারা
কে মনে রাখে মোরে?

বলতে যায়নি কিছু
কখনো কি দেখেছো?
বহতা নদীর তীরে
তোমার প্রহরে চাঁদনী।

নাই তো হিণ্যতা সেথায়
কখনো কি দেখেছো?
যেখানে উঠেছে তারা।
ব্যথিত হবে বলে কি তা?

এতো কথা মোর মনেতে
দিয়ে যায় কত যন্ত্রণা
তুমি কি তা বুঝ?
নাকি সব মোর অলীক ভাবনা।