ললনার অলীক বচনে উদাস্ত নর
নিতান্ত অযুহাতে অহেতুক ব্যবধান।
কি চাহে অবলা নারী বুঝে না নিজেও
ধ্বস্ত চিত্র অনর্থক কোথা যে মলিন?


তৃপ্তি-অতৃপ্তির নেশা মিঠে না চিত্তে
চাই সে,আরও চাই,তবুও বেজার
ধরণীর খুঁজে বনিতা যাক না দূরে
স্বল্প তারা অল্পতে কেন বিতৃষ্ণা?


স্তম্ভিত অনুরাগে বিনম্র আকর্ষণ
তাতেই মুগ্ধতা নব্য ধৃষ্টতার সুর।
রূপসী নারীর কোমল নমনীয়তা
মায়াবী নয়নে কি মোহনিত হাসি?